ফ্রিল্যানসিং কে সহজে প্রকাশ করতে গেলে বলা যায় মুক্তপেশা। কোন প্রতিষ্ঠানের আওতায় নিযুক্ত না থেকে স্বাধীনভাবে স্বনিযুক্ত হয়ে কাজ করাকে মুলত ফ্রিল্যানসিং বলা হয়। এ প্রক্রিয়ায় বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস (Fiver, Upwork) থেকে নিজের পছন্দ মত কাজ খুজে নিজের সুবিধামত কাজ করা যায়। যারা এভাবে কাজ করে থাকেন তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।