কোনো আধানের চারপাশে একটি এলাকা জুড়ে এর প্রভাব পরিলক্ষিত হয় যে এলাকার মধ্যে অন্য কোনো আধান স্থাপন করা হলে এর উপর একটি বল ক্রিয়া করে। এ এলাকাকে তড়িৎক্ষেত্র বলে। তাত্ত্বিকভাবে তড়িৎক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।