আলোর প্রতিফলন দুটি সূত্র মেনে চলে। এগুলো নিম্নরূপ- ১.প্রথম সূত্র: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। ২. দ্বিতীয় সূত্র: প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।