আমরা জানি, শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1s এ সময় অপেক্ষা কম সময়ের মধ্যে কোনো শব্দের প্রতিধ্বনি এলে তা আলাদা করে বোঝা যায় না। তাই বলা যায়, যদি প্রতিবন্ধকের দূরত্ব এমন হয় যে, প্রতিফলিত শব্দ বা প্রতিধ্বনি 0.1 সে হয় তবে প্রতিধ্বনি শোনা যায় না।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।