নিম্নে বাষ।পায়ন ও স্ফুটনের মধ্যে তুলনা করা হলো: (খ) যে কোনো তাপমাত্রায় তরলের মুক্ততল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তর হওয়াকে বাষ্পায়ন বলে এবং স্থির চাপে নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সমস্ত স্তর হতে দ্রুত বাষ্পে রূপান্তরিত হওয়াকে স্ফুটন বলে। (খ) বাষ্পায়ন যে কোনো তাপমাত্রায় ঘটে কিন্তু স্ফুটন কেবল নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে ঘটে। (গ) বাষ্পায়ন তরলের উপরিতলে ঘটে কিন্তু স্ফুটন তরলের সর্বত্র ঘটে।