যে দ্রবণে দ্রাবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ তাকে তরল-গ্যাস দবণ বলে। যেমন কোমল পানীয়গুলো তরল -গ্যাস দ্রবণের উদাহরণ। কারণ পানীয়ের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে, আমরা পানীয় বোতলের মুখ খুললে দেখতে পাই।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।