কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে এর আকার বা আকৃতির পরিবর্তন ঘটিয়ে প্রযুক্ত বল অপসারণ করে নিয়ে বস্তুটি যে ধর্মের ফলে পূর্বের অবসথায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। যেমন একটি রাবারকে টেনে ছেড়ে দিলে িএটি আগের অবস্থায় ফিরে আসে যে ধর্মের জন্য তাই স্থিতিষ্থাপকতা।