কোনো বস্তুর ত্বরণ 5ms−25ms-2 পশ্চিম বলতে বোঝায়- বস্তুটির বেগ পশ্চিমদিকে প্রতি সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড (5ms−25ms-2) হারে বৃদ্ধি পায়।অর্থাৎ, বস্তুটির ত্বরণ হল 5ms−25ms-2 এবং এই বেগ বৃদ্ধির দিক হচ্ছে আদি অবস্থান থেকে সোজা পশ্চিম দিকে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।