রসায়ন বলতে বলত্রজড় পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম ও পারস্পরিক ক্রিয়া- বিক্রিয়া সংক্রান্ত বিজ্ঞানকে বুঝায়। বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্য রসায়ন অন্যতম । রসায়নকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয় । বিজ্ঞানের যে শাখায় পদার্থের অভ্যন্তরীণ ষোল-কলা নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে ।