একটি যৌগিক পত্রে কমপক্ষে দুটি বা তার অনেক বেশি পত্রক থাকে । মধ্যশিরাকে পত্ৰক-অক্ষ ( Rachis ) বলে । অক্ষে কাক্ষিক মুকুল থাকে । যৌগিকপত্রকে দু'ভাগে ভাগ করা যায় , যেমন 一 ( 1 ) পক্ষল যৌগিক পত্র ( Pinnate Compound leaf ) এবং ( 2 ) করতলাকার যৌগিক পত্র ( Palmate compound leaf )।