1. শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস পরিণত অবস্থায় থাকে এবং লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস পরিণত অবস্থায় থাকে না।
2.শ্বেত রক্তকণিকা রঞ্জক বিহীন থাকে এবং লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে।
3. শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন এবং লোহিত রক্ত কণিকার গড় আয়ু 120 দিন।
4. শ্বেত রক্ত কণিকা জীবাণু ধ্বংস করে এবং লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে।