বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যগুলো দারিদ্র্যের দুষ্টচক্র; ii. অনুন্নত কৃষি ব্যবস্থা; iii. শিল্পের অনগ্রসরতা iv. প্রাথমিক খাতের প্রাধান্য; v. অনুন্নত মানব সম্পদ; vil প্রকৃতিক সম্পদের স্বল্পতা; vii. মূলধনের অভাব viii. সঞ্চয় ও বিনিয়োগের স্বল্পতা; ix শিক্ষার অনগ্রসরতা x দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, xi অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো; xii. লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা; xiii. খাদ্য ঘাটতি; xiv. বৈদেশিক ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীলতা; xv. শ্রম ও শ্রমনিবিড় দ্রব্য রপ্তানি; xvi. প্রযুক্ত ও মূলধনী দ্রব্যের আমদানির উপর নির্ভরশলিতা; xvii হিশ্ব অর্থনীতি।