নিউক্লিয়াসকে বেষ্টন করে যে দ্বি-একক পর্দা বেষ্টিত থাকে, যা নিউক্লিওলাস কে সাইটোপ্লাজমের থেকে পৃথক করে রাখে, তাকে নিউক্লিয় পর্দা বলে। দুটি পর্দার মধ্যবর্তী অংশকে নিউক্লিয়ার সিস্টারনি বলে। নিউক্লিয় পর্দার স্থানে স্থানে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে তাকে নিউক্লিয় রন্ধ্র বলে।