গাছের পাতা সবুজ ক্লোরােফিল নামে একটি সবুজ রঙ উৎপাদনকারী পিগমেন্ট থাকার জন্য । গাছ সাধারণভাবে সালােকসংশ্লেষের । মাধ্যমে খাদ্য সালােকসংশ্লেষের মাধ্যমে গাছ মাটি থেকে জল, লবণ আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড় গ্রহণ করে কার্বােহাইড্রেট ইত্যাদি তৈরি করে । ক্লোরােফিল থাকে মেসােফিল নামে কোষের স্তরে ক্লোরােপ্লাস্টের মধ্যে ।