অ্যাসফাল্ট কার্বনের এক যৌগ পদার্থ । আসলে এ হল হাইড্রোকার্বন । অ্যাসফাল্টের রঙ কালাে থেকে বাদামী । অ্যাসফাল্ট প্রকৃতিতেও মেলে আবার অশােধিত পেট্রোলিয়াম পাতনের পর অবশিষ্ট পদার্থ হিসেবে পাওয়া যায় । রাস্তা ইত্যাদি তৈরিতে অ্যাসফাল্টের ব্যবহার হয় ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।