পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় নিজের মেরুদণ্ডের উপর নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘােরে । এরই নাম আহ্নিক গতি । এর ফলেই দিন রাত্রি হয় । পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর ঘােরার ফাঁকে এক নির্দিষ্ট পথে । ঘড়ির কাটায় বিপরীতে সূর্যের চারদিকে ঘােরে । এর ফলে ঋতু পরিবর্তন হয় । এরই নাম বার্ষিক গতি ।