আফিং বা অহিফেন এক ধরনের মাদক পদার্থ । আফিং গাছের পপি থেকে যে বাদামী রস পাওয়া যায় তা থেকেই পাওয়া যায় আফিং বা অহিফেন । এর মধ্যে থাকে মরফিন, কোডিন, পাপাভেরিন ইত্যাদি অ্যালকালয়েড । আফিং ওষুধে যেমন ব্যবহৃত হয় তেমনই বর্তমানে এর প্রচলন মাদক হিসেবেও । আফিং গাছের বীজ থেকে পাওয়া যায় পােস্তদানা ।