আলােকের গতিবেগ সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল । ওই বেগে কোন শূন্যস্থানে আলােক এক বছরে যত পথ যায় তারই নাম আলােকবর্ষ বা লাইট ইয়ার । এই হিসেবে এক আলােকবর্ষের সমান ৬ লক্ষ কোটি মাইল বা ৯ লক্ষ ৬৬ হাজার কোটি কিলােমিটার ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।