অশ্বশক্তি বা হর্স পাওয়ার হল ব্যবহৃত শক্তির একক । এই একক ব্রিটিশ পদ্ধতির । কোন যন্ত্রে প্রতি মিনিটে ৩৩০০০ ফুট পাউন্ড পরিমাণ কাজ সম্পন্ন করলে তাকেই বলা হয় এক অশ্বশক্তি । অন্য দিকে এক অশ্বশক্তি ৭৪৬ ওয়াটের সমান । এটি আবিষ্কার করেছিলেন ইংরেজ বিজ্ঞানী জেমস ওয়াট ।