অভ্র এক ধরনের স্বচ্ছ খনিজ পদার্থ । অভ্রকে সহজেই খুব পাতলা আস্তরণে ভাগ করা চলে তাই নানা কাজে এর ব্যবহার হয় । অভ্র বিদ্যুৎ অপরিবাহী তাই নানা বৈদ্যুতিক যন্ত্রে এটি ব্যবহৃত হয় । অভ্র উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতই প্রথম স্থানটি দখল করে রয়েছে । ভারতে বিহারেই সবচেয়ে বেশি পরিমাণে অভ্র পাওয়া যায় ।