যে কোন মৌলিক পদার্থ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ পদার্থ উৎপন্ন করে তাকেই বলা হয় মৌল পদার্থটির অক্সাইড । অক্সাইড তরল, কঠিন আর বায়বীয় হতে পারে । জল, ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড যথাক্রমে এই তিনটির উদাহরণ ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।