কুকুরের শরীরে ঘাম হয় না, তাই গ্রীষ্মকালে কুকুরের জিভ থেকে জল বাষ্পীভূত হওয়ায় জিভ থেকেই তারা প্রয়ােজনায় লীন তাপ নেয় । তাতে জিভে আরাম হয় । এই কারণেই গরমের দিনে তারা জিভ বের করে হাঁফায় ।
গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন?
কুকুরের স্বেদগ্রন্থী তার জিভে থাকে শারীরিক পরিশ্রমে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন জল বা রেচন এর মাধ্যমে বিপাকজাত পদার্থ হিসেবে উৎপন্ন জলীয় পদার্থ অপসারনের জন্য কুকুর তার জিভ বার করে রাখে।ওই অংশ থেকে প্রয়োজন লীন তাপ শোষণ করে বাসভূত হয় ফলে দেহে অতিরিক্ত তাপ অপসারিত হয় যা শরীরের উষ্ণতা কমায়। এতে কুকুরের আরাম বোধ হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।