বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা নিম্নলিখিত কাজগুলি করতে পারে- (i) বাড়ির বর্জ্য নির্দিষ্ট পাত্রে একত্রিত করা। (ii) ম্যানিওর পিট ব্যবস্থায় জৈব ভঙ্গুর বর্জ্য ব্যবস্থাপনা। (iii) নিজের শ্রেণিকক্ষ এবং স্কুল প্রাঙ্গণ বর্জ্য মুক্ত রাখা। (iv) নিকটস্থ হাট বাজার পর্যবেক্ষণ করে দূষণ সম্পর্কে সচেতনা বৃদ্ধি করা ইত্যাদি।