এ রোগের লক্ষণ হলো ফুলকার পাশে পোকা থাকে এবং রক্ত চুষে খায়। চুলকানির কারণে মাছ লাফায়। গোবর বা হাঁস-মুরগির বিষ্ঠা বেশি দিলে এ রোগ হয়।
প্রতিকার : সুমিথিয়ন বা মেলাথিয়ন প্রতি শতাংশে প্রতি ফুট পানির গভীরতার জন্য ২ মিলি. প্রথম সপ্তাহে দিতে হবে ও এভাবে ৩ সপ্তাহ পর্যন্ত চলবে।
ডিপটোরেক্স প্রতি শতাংশে ৫-৮ গ্রাম প্রতি ফুট পানির গভীরতার জন্য ৭ দিন অন্তর ৩ বার দিতে হবে।
উকুনের ডিম পাড়ার স্থান যেমন- বাঁশ, চাটাই, কঞ্চি, তক্তা এসব তুলে ফেলতে হবে। রোগ প্রতিরোধের জন্য বায়োকেয়ার ৮০-১২০ মিলি. প্রতি শতকে ৭ দিন পর পর প্রয়োগ করতে হবে তবে রোগ নিরাময়ের জন্য পর পর ২ দিন ১২০-১৬০ মিলি. প্রতি শতক হারে দিতে হবে।