শীতের মৌসুমে পুকুরে পানির তাপমাত্রা কম থাকার কারণে বিভিন্ন ধরনের ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হয়। ফলে মাছের গায়ে বিভিন্ন রকম ঘা বা ক্ষত রোগ অথবা পাখনা বা ফুলকা পচা রোগ দেখা দেয়। এ ধরনের রোগ দেখা দিলে প্রতি শতাংশ পুকুরে আধা কেজি চুন ও আধা কেজি লবণ প্রয়োগ করতে হয় ৭ দিন পর আবার একইভাবে লবণ দিতে হয়। বছরে ২-৩ বার চুন প্রয়োগ করা ভালো। পটাসিয়াম পারম্যাঙ্গানেট শতাংশপ্রতি ১৫ গ্রাম এবং চুন ও লবণ শতাংশপ্রতি ১ কেজি করে দিলে ভালো ফল পাওয়া যায়।