এটি একটি ছত্রাকজনিত রোগ। এ রোগের জীবাণু মাটিতে ও আগাছার মধ্যে এক বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। এটি শিম, লাউ, চিচিঙ্গা ফসলে বেশি দেখা যায়।
প্রতিকার :
মাদায় ১০০ গ্রাম করে ট্রাইকো-কম্পোস্ট ব্যবহার করা।
- রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা।
- শস্যপর্যায় অবলম্বন করা।
- অনুমোদিত ছত্রাকনাশক যথা-রোভরাল ২ গ্রাম ১ লিটার পানিতে গুলিয়ে সঠিক নিয়মে ১৫ দিন স্প্রে করা