রাজনৈতিক কর্মপন্থা/কৌশল নির্ধারণের আদর্শিক মাঠে বামপন্থা ও ডানপন্থা শব্দদুটি ব্যবহৃত হয়।
অন্যভাবে বলা যায়- রাজনীতিতে ধর্মের ভূমিকা নির্ধারণে বামপন্থা ও ডানপন্থা শব্দের উদ্ভব।
বামপন্থার আদর্শিক ভিত্তি অনুযায়ী- ধর্ম এবং রাজনীতি দুইটি আলাদা বিষয়। সুতরাং তারা রাজনৈতিক কর্মকাণ্ডে ধর্মকে আলাদা রাখে, ধর্মীয় বিষয়কে তারা প্রশ্রয় দিতে আগ্রহী নয়। ( কার্যতঃ ধর্মের বিরুদ্ধেই তাদের অবস্থান)
ডানপন্থা বলতে বুঝায় — ধর্মীয় নিয়ম ও বিধিবিধানকে আদর্শ হিসাবে ধরে রাজনৈতিক কলাকৌশল পালন করা। ডানপন্থীদের সবকিছুতেই ধর্মের নিয়ম কানুন মুখ্য হয়ে থাকে।