এ প্রবদ্ধে লেখক ইউরােপীয় সভ্যতার অন্তঃসারশূন্যতা ও তার মানবতাবিরােধী নিপীড়ন দর্শনে যেমন হতাশ হয়েছেন তেমনি আবার প্রাচ্য তথা ডারতবর্ষের জনসাধারণের নবজাগরণের প্রত্যাশায় বুক বেধেছেন। প্রবল প্রতাপশালী ইংরেজদের ক্ষমতা, মদমত্ততা ও আত্মন্ভরিতার দাপট শেষ হওয়ার দিন ঘনিয়ে এসেছে বলে তিনি চরম আশাবাদ ব্যক্ত করেছেন