প্রতিপ্রভা হচ্ছে পদার্থের ওপর আলো পড়ার পর যদি শোষণের সাথেই বিকিরিত হয়, তাকে প্রতিপ্রভা বা ফ্লুরেসেন্স বলা হয়। এটি এক ধরনের আলোক বিকিরণ । অধিকাংশ ক্ষেত্রে, এই নিঃসৃত আলোর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য থাকে এবং এর ফলে শোষিত বিকিরণ হতে কম শক্তি থেকে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।