খলিফা মামুন যখন জানতে পারলেন যে-
আলী ইবনে আব্বাসকে তিনি (বন্দী করা ব্যক্তি) ডেমাস্কাস নগরীতে কীরূপ আশ্রয়দান ও কীভাবে প্রাণরক্ষা করেছিলেন।উনার মতো দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সন্বিবেচক ব্যক্তি কীভাবে দুরাচার হতে পারেন।তাকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসাতে চাচ্ছে, বা তার মৃত্যুদন্ড চাচ্ছে।
খলিফা মামুন এসব কথা শুনে ভাবছিলেন, সত্যিটা জানার চেষ্টা করছিলেন।যার কারণে তিনি কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন।