ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কিছু ছোড়া হলে তা সাধারনত ঋণাত্মক কাজ হয়। কারণ তা অভিকর্ষ বলের বিরুদ্ধে করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রেও তো আমি উপরের দিকে বল দিয়েছি এবং উপরের দিকে সরণ হয়েছে। তাই এখানে তো ধনাত্মক কাজ হয়েছে। তাহলে সকল জায়গায় ঋণাত্মক কাজ লেখা হয় কেন?