সঠিক উত্তর হচ্ছে: কপালকুণ্ডলা
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস 'কপালকুণ্ডলা'। প্রদত্ত উক্তিটি 'কপালকুণ্ডলা' গ্রন্থের অন্তর্গত। কপালকুণ্ডলা উপন্যাসের আর একটি উল্লেখযোগ্য বাক্য- "পথিক তুমি পথ হারাইয়াছ"। এই সংলাপটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]