- যখন উপপত্র দু'টি সরু সূতার ন্যায় আকার ধারণাপূর্বক আকর্ষীতে পরিণত হয়, উহাদেরকে 'আকর্ষীভূত ' উপপত্র বলে
- যখন পত্রমূলের দু'পার্শ্ব হতে উৎপন্ন দু'টি উপপত্র বৃন্তের সাথে সংলগ্ন অবস্থায় থেকে কিছুদূর পর্যন্ত বৃদ্ধি পায় ও পরে উহাদের অগ্রভাগ মুক্ত হয়ে যায় তখন উহাদেরকে 'বৃন্তলগ্ন' উপপত্র বলে
- যখন কাণ্ডের একই পর্বের দু'পার্শ্বের দু'টি পাতার দু'টি উপপত্র যুক্ত হয়ে পাতার কক্ষে একটি মাত্র উপপত্র রুপে অবস্থান করে , তখন তাকে 'আন্তঃবৃন্তক' উপপত্র বলে ।
- যখন পত্রমূলের দু'পার্শ্ব হতে দুটি পৃথস সুরু সবুজ বর্ণের উপপত্র বের হয় তখন উহাদেরকে 'মুক্ত পার্শ্বীয়' উপপত্র বলে ।