সঠিক উত্তর হচ্ছে: Network
ব্যাখ্যা: পারসোনাল কম্পিউটার যুক্ত করে- নেটওয়ার্ক তৈরি করা হয়।
? কম্পিউটার নেটওয়ার্ক :
কম্পিউটার নেটওয়ার্ক (Computer network) হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল,প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারেন এবং এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারেন। একটি নেটওয়ার্কে মূলত তিনটি উপাদান থাকে- অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নেটওয়ার্ক সফটওয়্যার এবং নেটওয়ার্ক হার্ডওয়্যার।