পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি হল -
সহজলভ্য কাঁচামাল - গুজরাট ও মহারাষ্ট্রের বোম্বে হাই, কাম্বে, কালোল, ওয়াভেল ও সাম্বা তৈলখনি গুলি থেকে প্রচুর খনিজ তেল উত্তোলন হয়, এই খনিজ তেলের উপর ভিত্তি করে এখানে পেট্রোরসায়ন শিল্পের বিকাশ ঘটেছে।
তৈল শোধনাগার - এই অঞ্চলে প্রাপ্ত কাঁচামালের উপর ভিত্তি করে কয়ালি, জামনগর, ট্রম্বে প্রভৃতি অঞ্চলে খনিজ তেল শোধনাগার স্থাপিত হয়েছে। আর এই খনিজ তেল শোধনাগার থেকে নির্গত খনিজ তেলের উপজাত দ্রব্যই হল পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল , যা এই অঞ্চলের শিল্পে ব্যবহৃত হয়।
বন্দরের সুবিধা - মুম্বাই, কাণ্ডালা, জওহরলাল নেহেরু, মুদ্রা প্রভৃতি আধুনিক বৃহৎ বন্দরের মাধ্যমে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশ গুলি থেকে খনিজ তেল আমদানি এবং পেট্রোরসায়ন জাত দ্রব্যের রপ্তানির সুবিধা রয়েছে।
চাহিদা বা বাজার - পেট্রোরসায়ন শিল্প থেকে বর্তমান কালে অত্যন্ত জনপ্রিয় ও প্রয়োজনীয় দ্রব্য উৎপন্ন হয়, তাই পেট্রোরসায়ন জাত দ্রব্যের চাহিদা প্রচুর এবং ক্রমাগত তা বেড়েই চলেছে। তাই এই শিল্পজাত দ্রব্যের অভ্যন্তরীন চাহিদার সাথে সাথে বৈদেশিক চাহিদাও রয়েছে।
সুলভ ও দক্ষ শ্রমিক - ভারতের এই অঞ্চলের জনসংখ্যা অনেক বেশি, তাই শিল্পের প্রয়োজনীয় শ্রমিকের অভাব হয় না । তাছাড়া ভারতের এই অঞ্চলেই প্রথম পেট্রোরসায়ন শিল্পের বিকাশ ঘটায় এখানকার শ্রমিক গুলো বংশপরম্পরায় এই কাজের সাথে যুক্ত থাকায় শ্রমিক গুলো অনেক দক্ষ।