সঠিক উত্তর হচ্ছে: কার্যকর
ব্যাখ্যা: ? তাপদাহ_________ ‘তাপদাহ’ শব্দটিতে অপ-প্রয়োগ ঘটেছে। ‘তাপ’ শব্দের অর্থ উষ্ণতা, উত্তাপ বা দাহ। ফলে ‘তাপদাহ’ এর অর্থ দাঁড়ায় ‘দাহদাহ’ যার কোন বাস্তব অর্থ নাই। শব্দটির শুদ্ধ প্রয়োগ হবে______-- ‘দাবদাহ’। ‘দাবদাহ’ অর্থ ‘দাবানলের তাপ’।
? কেবলমাত্র________যা ‘কেবল’ তাই ‘মাত্র। কেননা, কেবল শব্দের অর্থ ‘শুধু’ এবং মাত্র অর্থ ‘কেবল’ বা ‘শুধু’।
? সমৃদ্ধশালী____________ ‘‘সমৃদ্ধ’ শব্দটি বিশেষণ যার অর্থ ‘সম্পদশালী’। ‘সমৃদ্ধ’ এর সাথে আবার ‘শালী’ যোগ করে ‘বিশেষণ’ বানানোর চেষ্টা নিরর্থক।
? কার্যকর ________ কার্যকর শব্দের অর্থ ‘ফলদায়ক’ বা ‘উপযোগী’। ‘কার্যকর’ শব্দের সাথে অনেক সময় ‘ঈ’ প্রত্যয়ের ব্যবহার করে ‘কার্যকরী’ শব্দের প্রয়োগ দেখা যায় যা বাহুল্য অর্থাৎ অপ-প্রয়োগ।