মধ্য এশিয়ার স্থলভাগ ও উপদ্বীপীয় ভারত কাছাকাছি আসায় মধ্যবর্তী টেথিস সাগরের পলিতে চাপ পড়ে তার ফলে আল্পস্ ও হিমালয় পর্বতের উত্থান ঘটে । দুই আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের সময় পশ্চিম প্রান্ত ভূগর্ভস্থ ভারী সীমা বাধাপ্রাপ্ত হওয়ায় ওই অংশে ভাঁজ পড়ে আন্দিজ ও রকি পর্বতমালা সৃষ্টি করে ।