সঠিক উত্তর হচ্ছে: ১৬২০ সালে
ব্যাখ্যা: ডেনমার্কের অধিবাসীদের বলা হয় দিনেমার। ১৬২০ সালে দিনেমাররা ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে এবং দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার দিবাঙ্কুরে বাণিজ্য কুঠি স্থাপন করে.১৬৭৬ সালে তারা তারা বাংলার শ্রীরামপুরে তাদের বাণিজ্যকুঠি স্থাপন করে। ১৮৪৫ সালে ইংরেজদের কাছে তাদের বাণিজ্যকুঠি বিক্রি করে তারা ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় নেয়। [সূত্র: একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা]