সঠিক উত্তর হচ্ছে: ২৫%
ব্যাখ্যা: ১০টি কমলা যে দামে কেনে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে ।
৮টি কমলা দাম ১০০ টাকা।
তাহলে, ১ টির দাম= ১০০/৮ টাকা = ১২.৫০ টাকা, তার মানে একটি কমলা সে ১০ টাকায় কিনে ১২.৫০ টাকায় বেচবে।
সুতরাং সে ১০ টাকায় ২.৫০ টাকা লাভ করবে! তাই লাভের শতকরা হার=(২.৫/১০)x ১০০% = ২৫%।