সঠিক উত্তর হচ্ছে: আব্দুল করিম সাহিত্যবিশারদ
ব্যাখ্যা: আব্দুল করিম সাহিত্যবিশারদ ১১টি প্রাচীন বাংলা গ্রন্থ সম্পাদনা ও প্রকাশ করেছেন। চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির উপর 'ইসলামাবাদ' নামে তাঁর লেখা বই রয়েছে পূর্বে অজ্ঞাত ছিলেন এমন প্রায় ১০০ জন মুসলিম কবিকে তিনি পরিচিত করেন।
এছাড়াও তিনি ও মুহম্মদ এনামুল হক যৌথভাবে 'আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য' শিরোনামে গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য সম্পাদিত পুঁথিসমূহের মধ্যে জ্ঞানসাগর, গোরক্ষ বিজয়, মৃগলব্ধ, সারদা মুকুল ইত্যাদি অন্যতম। তিনি আলাওলের "পদ্মাবতী"পুথির সম্পাদনা করেন।