সঠিক উত্তর হচ্ছে: সেলিম আল দীন
ব্যাখ্যা: বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হলেন সেলিম আল দীন। তাঁর প্রকৃত নাম মঈনউদ্দিন আহমেদ। তিঁনি নাট্যাচার্য হিসেবে খ্যাত। তিনি ১৯৮১-৮২ সালে দেশব্যাপী গড়ে তোলেন 'বাংলাদেশ গ্রাম থিয়েটার'। তাঁর বিখ্যাত কিছু নাটক- জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিভ ও মূল সমস্যা, মুনতাসীর ফ্যান্টাসী, হাতহদাই, কিত্তনখোলা, শকুন্তলা, যৈবতী কন্যার মন ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]