নিচের অপশন গুলা দেখুন
- ডেনমার্ক
- সিঙ্গাপুর
- জার্মানি
- নরওয়ে
১১ মার্চ ২০২০ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা বৈশ্বিক আইনের শাসন' বা The World Justice Project' (WJP) সূচকের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ ‘ডেনমার্ক' আর সর্বনিম্ন দেশ 'ভেনিজুয়েলা'। আর সার্কভুক্ত দেশের অবস্থান যথাক্রমেঃ ৬১তম নেপাল; ৬৬তম শ্রীলংকা; ৬৯তম ভারত; ১১৫তম বাংলাদেশ; ১২০তম পাকিস্তান এবং ১২২তম আফগানিস্তান। আইনের শাসন বিষয়ক মোট ৮টি সূচকের ভিত্তিতে জরিপ হয়। সূচকগুলো হলোঃ সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার; মৌলিক অধিকার; নিয়ম ও নিরাপত্তা; নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ; নাগরিক ন্যায়বিচার ও ফৌজদারি বিচার। এবার বিশ্বের ১২৮টি দেশ নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।