সঠিক উত্তর হচ্ছে: পার্বতীপুর
ব্যাখ্যা: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড অবস্থিত। খনি আবিষ্কার- ১৯৮৫, খনির গভীরতা- ১১৮ মিটার হতে ৫০৯ মিটার, খনি এলাকার আয়তন ৩ বর্গ কি.মি., খনি বেসিনের আয়তন- ৬ বর্গ কি.মি. মোট সিম- ৬ টি, খনির জীবন কাল- ৬৪ বছর, মোট মজুদ ৩৯০ মিলিয়ন মে. টন, উত্তোলনযোগ্য মজুদ ৬৪ মিলিয়ন মে. টন। [সূত্রঃ
http://www.rangpurdiv.gov.bd]