সঠিক উত্তর হচ্ছে: বিধেয় বিশেষণ
ব্যাখ্যা: বিধেয় বিশেষণ
**************
যে বিশেষণ, বিশেষিত পদের পরে বসে তাকে বিধেয় বিশেষণ বলে। বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে।
★মেয়েটি মেধাবিনী
★মেয়েটি মেধাবী।
উপর্যুক্ত বাক্য দুইটিই কি সঠিক?
বাংলা শব্দকে বিশেষিত করতে ব্যবহৃত বিশেষণের কোন লিঙ্গ ভেদ হয় না। সেটি সরাসরি বিশেষণ বা বিধেয় বিশেষণ যাই হোক।
'মেয়ে' শব্দটি বাংলা। তাই মেয়ে শব্দটির পূর্বে ও পরে বিশেষণ ব্যবহার করলে তা সর্বদাই পুরুষবাচকে হবে।
যেমন : সুন্দর মেয়ে, অহংকারী মেয়ে, বুদ্ধিমান দাদি ইত্যাদি।
তবে, তৎসম শব্দের পূর্বে ব্যবহৃত বিশেষণ অবশ্যই লিঙ্গ অনুসারে লিখতে হবে।
যেমন : মেধাবিনী ছাত্রী, সুন্দরী বান্ধবী, রূপবতী স্ত্রী।
মেয়েটি মেধাবী— এ বাক্যে 'মেধাবী' পদটি বিধেয় বিশেষণ।