সাময়িক বায়ুর অন্যতম হল সমুদ্রবায়ু । দিনের বেলা প্রচণ্ড সূর্যতাপে জলভাগের তুলনায় স্বলভাগ বেশি উত্তপ্ত হয় । ফলে জলভাগে উচ্চচাপ ও স্থলভাগে নিম্নচাপ বিরাজ করে । ফলে বিকাল বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্রবায়ু বলে ।