গ্রীক শব্দ ‘ Geo ‘ অর্থ ‘ পৃথিবী ‘ ও ‘ Strepho ‘ অর্থ ‘ ঘোরা ‘ অর্থাৎ জিওস্ট্রাফিক বায়ু হল— Wind turned by the earth rotational movement ” . উচ্চাকাশে ( ট্রপোস্ফিয়ারের উচ্চ অংশে 6-8 কিমি ) বায়ু নিম্নাকাশের বায়ুর মতো ভূ – পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয় না । ঊর্ধ্বাকাশে বায়ুচাপের তারতম্যের সমকোণে প্রবাহিত হয় । কেননা ঊর্ধ্বাকাশে চাপের প্রভেদ ও কোরিওলিস বলের মধ্যে সমতা বাধিত হয় ফলে বায়ু সমচাপরেখার সমান্তরালে বয়ে যেতে থাকে । এই বায়ুকে জিওস্ট্রফিক বায়ু বলে ।