দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় অঞ্চলের সেলভা অরণ্যের ঘন বনভূমিতে অত্যধিক তাপে অতিরিক্ত উদ্ভিদরাজীসমূহ অত্যধিক বাষ্পমোচন করে । এই জলীয় বাষ্প হালকা বলে ওপর দিকে উঠে বৃক্ষের চাদোয়াতে বাধাপ্রাপ্ত হয়ে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টির ন্যায় ঝরে পড়ে । একেই অরণ্য বৃষ্টি বলে।