পৃথিবীর আকৃতি কেমন?
পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো বা অভিগত গোলাকার।
যে গােলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক সামান্য ফোলা, তাকে অভিগত গােলক বা উপগােলক বলা হয়।
পৃথিবীর আকার গােলাকার নয়। বিভিন্ন পরীক্ষা থেকে জানা যায় যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত । সুতরাং এর থেকে বোঝা যায় যে, পৃথিবীর আকৃতি অভিগত গােলকের মত।
[১] পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ১২,৭৫৭ কিলােমিটার এবং মেরু ব্যাস ১২,৭১৪ কিলােমিটার। অর্থাৎ, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুব্যাসের মধ্যে পার্থক্য প্রায় ৪৩ কিলােমিটার। পৃথিবীর আকৃতি গােলকের মতো হলে দুটি ব্যাস আলাদা হত না।