সঠিক উত্তর হচ্ছে: সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। রবীন্দ্রযুগের খ্যাতনামা "ছন্দোরাজ" কবি।
কাব্যগ্রন্থঃ
সবিতা (১৯০০)
সন্ধিক্ষণ (১৯০৫)
বেণু ও বীণা (১৯০৬)
হোমশিখা (১৯০৭)
ফুলের ফসল (১৯১১)
কুহু ও কেকা (১৯১২)
তুলির লিখন (১৯১৪)
মনিমঞ্জুষা (১৯১৫)
অভ্র-আবীর (১৯১৬)
হসন্তিকা (১৯১৭)
বেলা শেষের গান (১৯২৩)
বিদায় আরতি (১৯২৪)
অনুবাদঃ
তীর্থ সলীল (১৯০৮)
তীর্থ রেণু (১৯১০)
ফুলের ফসল (১৯১১)