সঠিক উত্তর হচ্ছে: দুর্বল নিউক্লিয় বল
ব্যাখ্যা: দুর্বল নিউক্লিয় বলের কারণে তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া সংঘটিত হয়।
নিউক্লিয়াসে বিটাক্ষয় জনিত কারণে উদ্ভূত যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল বল বলে। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে প্রকৃতির চারটি মৌলিক বলের একটি। অন্য তিনটি বল হচ্ছে সবল নিউক্লিয় বল, তাড়িতচৌম্বক বল এবং মহাকর্ষ বল।